জাবিতে আইআইটি’র উদ্যোগে ‘ইউনিভার্সিটি এ্যাকটিভেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

জাবিতে আইআইটি’র উদ্যোগে ‘ইউনিভার্সিটি এ্যাকটিভেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র (আইআইটি) উদ্যোগে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস এর ইউনিভার্সিটি এ্যাকটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউনিভার্সিটি এ্যাকটিভেশন প্রোগ্রামের প্রাথমিক ধারণা ও ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস এর কোর্স এর সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। সেজন্য খুব জরুরী দক্ষ জনশক্তি গড়ে তোলা। এর জন্যও সবচেয়ে বড় জায়গা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে পারলে তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি অবদান রাখতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ ভিশনের বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্প ইডিজিই। প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ নেওয়ায় আইআইটি’কে আমি সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইআইটি’র পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার, নার্ড ক্যাসেল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জহিরুল আলম তাইমুন, ইডিজিই প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং প্রোগ্রাম সমন্বয়ক ও আইআইটি’র অধ্যাপক শামীম আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র (আইআইটি) উদ্যোগে এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, মাইক্রোসফট অফিস টুলস এবং সফটওয়্যার টেস্টিংসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৮৫ জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে ১ হাজার ২৫০ জনের প্রশিক্ষণ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *