রাঁধুনি হোটেলের বিরুদ্ধে খাবারের দ্বিগুণ দাম রাখার অভিযোগ জাবি অধ্যাপকের

রাঁধুনি হোটেলের বিরুদ্ধে খাবারের দ্বিগুণ দাম রাখার অভিযোগ জাবি অধ্যাপকের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের একজন অধ্যাপকের কাছে খাবারের দাম দ্বিগুণেরও বেশি নেওয়ার অভিযোগ উঠেছে বটতলার রাধুনি হোটেলের বিরুদ্ধে।

বুধবার (১লা মে) দর্শন বিভাগের অধ্যাপক দুপুরের খাবারের বিল দিতে গেলে দ্বিগুণেরও বেশি দাম রাখেন বলে অভিযোগ করেন তিনি।

রাঁধুনি হোটেল প্রদত্ত ভাউচারে দেখা যায়, ত্রিশ টাকা মূল্যের তিন প্লেট ভাতের  মূল্য রাখা হয়েছে নব্বই টাকা, পয়ত্রিশ টাকা মূল্যের দইয়ের দাম রাখা হয়েছে একশ টাকা, ষাট টাকা মূল্যের টেংরা মাছের দাম রাখা হয়েছে আশি টাকা, শাক ও কচুর লতির দাম ৮০ টাকা হলেও দাম রাখা হয়েছে ৩৪০ টাকা, দুই পিচ রুই মাছের দাম রাখা হয়েছে ৩০০ টাকা যেখানে তার মূল্য মাত্র ১০০ টাকা।

বটতলা, শহীদ সালাম-বরকত হল ও শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন খাবারের দোকানগুলোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)’ দেওয়া নতুন মূল্য তালিকার চেয়ে ৫৪০ টাকা বেশি নিয়েছে তারা।

এ বিষয়ে রাধুনি হোটেলের মালিকের জানতে চাইলে তিনি বলেন, দোকানের নতুন কর্মচারী ভাউচার করেছেন, সে দামের বিষয়ে অবগত ছিলনা। তবে নতুন কর্মচারীর সাথে দেখা করতে চাইলে জানান সে এখন দোকানে নেই, গোসলে গেছে।

কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) জাবি শাখার উপদেষ্টা সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভূইয়া বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে, আগামীকালের মধ্যেই রাধুনি হোটেলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। কেবল একটি দোকান নয়, এর আগেও বেশ কয়েকটি দোকানের জন্য একই অভিযোগ এসেছে। আমরা খুব দ্রুত এ সমস্যা সমাধান করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *